বগটুই গনহত্যার বর্ষ পূর্তিতে কর্মসূচি গ্রহণ সিপিআইএম পার্টির
বীরভূম:- আগামী ২১ মার্চ বীরভূম জেলার বগটুই গণহত্যার এক বছর পূর্ন হতে চলেছে।যে গনহত্যার ঝড় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে।সেই দিনটিকে স্মরণ করে ওইদিন বিকেল ৩ টায় মৌন মিছিল সংগঠিত হবে সিপিআইএম পার্টির পক্ষ থেকে। মিছিলটি রামপুরহাট এলাকার বগটুই মোড় থেকে শুরু হবে। সেদিন মৌণ মিছিলে উপস্থিত থাকবেন সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক মহ: সেলিম বলে পার্টির পক্ষ থেকে জানা যায়। সেই কর্মসূচি সফল করতে শনিবার স্থানীয় পাখুরিয়া গ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির পক্ষ থেকে সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং, বাবু বায়েন, আনাল হক, সাহাবুদ্দিন সেখ প্রমুখ নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।