বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পথসভা ও স্মারকলিপি প্রদান জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের নিকট সিউড়ি তে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
প্রাথমিক বিদ্যালয় সমূহে গরমের ছুটি বাড়ানোর বিরুদ্ধে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রাজ্য জুড়ে ১৫ ই মে বৃহস্পতিবার প্রতিবাদ দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়।তার ই অঙ্গ হিসাবে বীরভূম জেলার সদর সিউড়ির মধ্যে ও পথসভা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের নিকট চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের পক্ষে নিতাই অঙ্কুর,বদি কিস্কু,ইমাজদ্দিন সেখ ,ফরিদা ইয়াসমিন প্রমুখ। সংগঠনের জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন বলেন গরমের ছুটি বাড়ানোর বিরুদ্ধে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্য জুড়ে আজ প্রতিবাদ দিবস পালন করছে, তার ই অঙ্গ হিসাবে এই কর্মসূচি।
তিনি আরো বলেন এবছর দু’দফায় একমাস গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে। গত ৩ এপ্রিল মাননীয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৩০ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটির নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত ৮ ই মে অপর এক নির্দেশিকায় আগামী ২ জুন স্কুল খোলার কথা বলা হয়।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, ১৬ থেকে ৩০ এপ্রিল প্রথম পর্বের মূল্যায়ন গ্রহণ করা হয়েছে। এরপর ছুটি পড়ে যাওয়ায় দ্বিতীয় পর্বের পাঠ শুরু হবে ছুটির পর। ফলে একদিকে শিশুদের যেমন পাঠ বিহীন কাটছে অন্যদিকে ঠিক তেমনই শিক্ষকেরা রয়েছেন সিলেবাস শেষ করানোর চিন্তায়। করোনার পর থেকে প্রতি বছর গরমের অজুহাতে দীর্ঘ প্রায় দেড় মাস করে বিদ্যালয় ছুটি রাখার মতো এবছর ছুটি না দেওয়া এবং গরমের দিনগুলোতে সকালে পঠন-পাঠন চালু রাখার বন্দোবস্ত সহ সুনির্দিষ্ট কয়েকটি দাবি তুলে সমিতির পক্ষ থেকে তুলে ধরা হয়।দাবি সমূহের মধ্যে ছিল- গ্রীষ্মের ছুটি আর বৃদ্ধি না করা । গ্রীষ্মের দিন সকালে স্কুল চালু করা। সমস্ত ছাত্র-ছাত্রীর জন্য বিশুদ্ধ পানীয় জল, ও আর এস, ফল ইত্যাদি সরবরাহ করা এবং শিশুদের পর্যাপ্ত জলপান নিশ্চিত করার জন্য স্কুলে স্কুলে ওয়াটার বেল চালু করা।