বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সম্মেলন
সেখ সামসুদ্দিন, ১৯ সেপ্টেম্বরঃ বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি মেমারি শাখার সম্মেলন করা হয় আজ। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সম্পাদক মন্ডলীর সদস্য বলাই রায়, গোপাল চন্দ্র দাস, অভিজিৎ মুখার্জী, বর্ধমান বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক স্বরূপ কোনার, পান্ডুয়া ব্লক স্বর্ণশিল্পী সমিতির সভাপতি গোপাল দে, বাউরিয়া বঙ্গীয় শিল্পী সমিতি ও রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ চক্রবর্তী, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিপ্লব কুমার পাল, সম্পাদক রামকৃষ্ণ হাজরা, মেমারি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সভাপতি বৃন্দাবন পাল, সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল, কার্যকরী সভাপতি দিলীপ বৈরাগ্য সহ বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সদস্যবৃন্দ। এদিন সম্মেলনে স্বর্ণশিল্পীদের নানান সমস্যার বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলন শেষে পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করে দেওয়া হয় ঐক্যমত্যের ভিত্তিতে। আগামী চার বছরের জন্য মেমারি শাখার বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি বৃন্দাবন পাল, সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল, কার্যকরী সভাপতি দিলীপ বৈরাগ্য এবং কোষাধ্যক্ষ দুলাল সাঁতরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।