বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউস এর আয়োজিত “বঙ্গ সন্তান সম্মান ও সাংবাদিক সংবর্ধনা আয়োজন হতে চলছে কলকাতা প্রেস ক্লাব এ সমাজের বিভিন্ন স্তরে নবাগত ও প্রতিষ্ঠিত শিল্পী ও কলাকুশলি দের নিয়ে তাঁদের এই সম্মান প্রদান এবার ২বর্ষে উত্তীর্ণ হলো। সমাজের প্রতি টি স্তরে বঙ্গ সন্তান দের সমাজের আলোয় এনে তাঁদের এই প্রয়াস এবছর অনুষ্ঠিত হতে চলছে। সারাবছর তাঁদের অনুষ্ঠান ফিল্ম ও সামাজিক কাজে এই সংগঠন কাজ করে আসছে এবং বিশেষ ভাবে নবাগত শিল্পী দের সুযোগ এর মাধ্যমে তাঁদের এগিয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ।
এই অনুষ্ঠান এ সমাজের সকল স্তরের মানুষ কে উপস্থিত থাকার আহবান জানান কর্ণধার ও সম্পদক বিশ্বরূপ সিনহা ও সিঞ্জন সরকার।