সেখ নিজাম আলম,
— সরকারের দেওয়া ১০০ টাকা দামের শৌচাগার নির্মাণে যে সিলাপ দেওয়া হয়েছিল,তা মানুষ অবহেলা স্বরুপ যেখানে-সেখানে ফেলে রাখছেন। আর তাতেই ঘটলো বিরাট বিপদ। পেয়ারা গাছে হেলান দিয়ে এমন সিলাপ রাখা ছিল দীর্ঘদিন। আর বাচ্ছারা খেলা করতে গিয়ে তা বাচ্ছার উপরে চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটলো বুদবুদের সন্ধিপুর গ্রামে। সন্ধিপুরে এমন দূর্ঘটনায় মৃত্যু হলো সাড়ে চার বছরের একটি শিশুর।শিশুটির নাম আসলাম সেখ। জানা যায়, কয়েকটি ছেলে মিলেমিশে এক সঙ্গে বাড়ির বাইরে খেলা করছিল। সেইখানে একটি পেয়ারা গাছের মধ্যে ঠেসানো ছিলো সরকারের দেওয়া পায়খানা ঘরের সিলাপ।খেলা করার মধ্যে অন্যমনস্ক হয়ে পেয়ারা গাছের কাছে যাওয়ার পর-ই কোনোরকম ভাবে গাছে হেলান দেওয়া সিলাপটি আসলামের উপর পরে যাই। ফলে স্থানীয় মানুষ চাপা পড়ে যাওয়া সিলাপটি তুলে দেখেন আসলাম আর বেঁচে নেই। সিলাপটি তার উপরে পরার সঙ্গে সঙ্গেই সেখানেই সে মারা যায়। এই ঘটনার ফলে সন্ধিপুর গ্রামের মানুষের শোকের ছায়া নেমে আসে। তার মা ও বাবা দীশাহীন হয়ে পড়েছেন।