বড়িশা পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
সম্প্রীতি মোল্লা,
গত ১১ই জানুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার)বড়িশা পূর্ব পাড়ায় অবস্হিত বেহালা চক্রের অধীন বড়িশা পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ আয়োজিত হয়েছিল।এই অনুষ্ঠানটির শুভ সূচনা করেন কলকাতা জেলার সপ্তদশ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী সমীর মজুমদার মহাশয়, বিদ্যালয়ের এস.ডি.সি কমিটির সভাপতি সুবর্ণা সরকার মহাশয়া, সুখরঞ্জন বিদ্যামনদির এর সহশিক্ষক সমীর মন্ডল মহাশয়, মধুমালা জি.এস.এফ.পি বিদ্যালয়ের সহশিক্ষক সুভাষ দেবনাথ মহাশয়, স্পেশাল এডুকেটর শিবানী মিএ দালাল মহাশয়া। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ যৌথভাবে মার্চ পাস্ট এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, প্রতিযোগিদের উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এই অনুষ্ঠানে কলকাতা জেলার সপ্ত দশ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী সমীর মজুমদার মহাশয় তাঁর মূল্যবান বক্তব্য ও উপদেশ সকলের সামনে পরিবেশন করেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে খেলাধুলার সাথে শিক্ষার সম্পর্ক,ছাত্র জীবনে খেলা ধুলার প্রয়োজনীয়তা এবং সবশেষে শিক্ষথীদের চরিত্র গঠনে ও ভবিষ্যতে তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার পিছনে শিক্ষক শিক্ষিকা দের ভূমিকা কতখানি তার স্পষ্ট ভাবে প্রকাশ পায়। তাঁর এই মূল্যবান বক্তব্য ও উপদেশ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের ও শিক্ষক শিক্ষিকা দের উৎসাহিত ও সমৃদ্ধ করবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২৪নং ওয়ার্ড এর পৌরপিতা মাননীয় রাজীব দাস মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানীয় অতিথিদের বড়িশা পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে ছিল ৫০মিটার দৌড়, অঙ্ক রেস,আলু রেস,মালা রেস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দৌড়, প্রাক প্রাথমিক শিশুদের যেমন খুশি তেমন সাজো এবং শেষে অভিভাবক দের জন্য গুলি চামচ রেস। এছাড়া ২০২৩ সালের বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের জন্য ছিল একাডেমিক পুরস্কার। পুরস্কার বিতরনীর শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সবশেষে বলা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহশিক্ষক শিক্ষিকা দের যৌথ উদ্যোগে, শিক্ষার্থী দের নিজ নিজ দক্ষতা য় অভিভাবক দের একান্ত সহযোগিতায় সফল ভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মধ্যে একদিকে যেমন প্রতিযোগিতা মূলক মনোভাব গড়ে উঠবে তেমনি তারা শৃঙ্খলা পরায়ন ও সুস্বাস্থ্যের অধিকারী ও হবে।বিদ্যালয়ের বার্ষিক খেলা প্রতিযোগিতা সুন্দর ভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা বিশ্বাস উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। আগামীদিনে বিদ্যালয়ের সকল উন্নয়নমূলক কাজে তিনি সকলের সহযোগিতা প্রার্থনা করেন।