সৈয়দ রেজওয়ানুল হাবিব,
: বনগাঁর নহাটা কলেজের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। বিভাগীয় প্রধান ও প্রাক্তনী সংসদের মুখ্য উপদেষ্টা ড. শেখ কামাল উদ্দীনের আহ্বানে সাড়া দিয়ে বাংলা বিভাগের প্রাক্তনীরা কুড়ি হাজার টাকা সংগ্ৰহ করে কলেজে বর্তমানে বাংলা বিভাগে (সাম্মানিক)পাঠরত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন। বিভাগের অন্য তিনজন অধ্যাপক পিন্টু দেবনাথ , ইন্দ্রজিৎ বিশ্বাস ও সুজয় মন্ডল এই অর্থ সংগ্ৰহে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এছাড়াও ক্যান্টিন কর্মী , কলেজের আংশিক সময়ের পরিচ্ছন্নতা কর্মী ও কলেজের সামনে এক ফুচকা বিক্রেতাকেও তারা অর্থ সাহায্য করেন । প্রাক্তনীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস ও কলেজের অধ্যক্ষ ড. অর্ণব ঘোষ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত বড়বাবু সমীরণ সরকার ও কলেজ কর্মী পরিমল বিশ্বাস।