বনদপ্তরের উদ্যোগে বিশ্ব হস্তি দিবস পালন রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আজ ১২ ই আগস্ট বিশ্ব হস্তি দিবস । হাতিকে জাতীয় হেরিটেজ প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। হাতিদের রক্ষা করার জন্য এবং জনসাধারণের মধ্যে হাতি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজনগর বনদপ্তরের পক্ষ থেকে বিশ্ব হস্তি দিবস পালিত হয়। উল্লেখ্য, মাঝে মধ্যে বীরভূম পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের জঙ্গল থেকে বুনো হাতির দল রাজনগরের বিভিন্ন গ্রাম এলাকায় ঢুকে পড়ে। বনদপ্তর, পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের তৎপরতায় সেইসব হাতির দল গুলিকে তাদের গতিবিধি লক্ষ্য করে পুনরায় পার্শ্ববর্তী রাজ্যের জঙ্গলগুলিতে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। হাতির দল লোকালয়ের কাছাকাছি চলে আসায় অনেক সময় সাধারণ মানুষেরা অতি উৎসুক হয়ে হাতিগুলোকে বিভিন্নভাবে বিরক্ত করে থাকেন। ফলে হাতিদের মধ্যেও অনেক সময় অস্বাভাবিক আচরণ দেখা দেয়। এরফলে হাতি যাতে আক্রমণাত্মক হয়ে মানুষের কোন ক্ষতি না করে, সাধারণ মানুষকে সেই বিষয়ে সচেতন করা হয়। হাতিদেরকে কোনোভাবেই বিরক্ত না করে তাদেরকে রক্ষা করা এবং তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সে বিষয়ে জনসচেতনতা বাড়াতেই মূলত রাজনগরের নজরুল মঞ্চে এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ হাতি বিষয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক দেবাশীষ মহিমা প্রসাদ প্রধান, অ্যাডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে, ডিএসপি ক্রাইম মোঃ ফিরোজ হোসেন, সদর মহকুমা শাসক অনিন্দ্য সরকার,এডিএফও শ্রীকান্ত ঘোষ, রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত, রেঞ্জার কুদরতে খোদা, রাজনগর পঞ্চায়েত সমিতির বিদায়ী পূর্ত-কর্মাধক্ষ্য সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, চন্দ্রপুর থানার ওসি অভিষেক হালদার সহ বহু বিশিষ্টজনেরা। এদিন রাজনগর রেঞ্জের কিছু কর্মীকে তাদের অসাধারণ কৃতিত্বের জন্য বনদপ্তরের তরফে পুরস্কৃত করা হয়। পাশাপাশি রাজনগর রেঞ্জের রেঞ্জার কুদরতে খোদাকেও সম্মাননা জ্ঞাপন করা হয়।