বনমহোৎসব অনুপস্থিত ভাতারের জনপ্রতিনিধিরা

Spread the love

বনমহোৎসব অনুপস্থিত ভাতারের জনপ্রতিনিধিরা

সেখ রাজু,

পূর্ব বর্ধমানের ভাতারে জেলার বনমহোৎসব অনুষ্ঠানে দেখা গেল না ভাতারের বিধায়কসহ ভাতার পঞ্চায়েত সমিতির সদস্যদের ।
সবুজায়নের লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে বনমহোৎসব অরণ্য সপ্তাহ । মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারে ওড়গ্রাম চতুষ্পপল্লী হাই মাদ্রাসায় বর্ধমান বন বিভাগের উদ্যোগে বনমহোৎসব অনুষ্ঠানের আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার । সঙ্গে ছিলেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ ঠান্ডার, বর্ধমান বনবিভাগের আধিকারিক নিশা গোস্বামী, সহকারি বন আধিকারিক সোমনাথ চৌধুরী, ডিএসপি ক্রাইম পূর্ব বর্ধমান সুরজিৎ মন্ডল সহ অন্যান্য আধিকারিক থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা । তবে ভাতারে অনুষ্ঠিত জেলার অনুষ্ঠানে ভাতারের জনপ্রতিনিধি অনুপস্থিত থাকায় প্রশ্নচিহ্ন থেকে যায় । বনদপ্তর সূত্রে জানা গেছে, বনমহোৎসব কর্মসূচিকে সামনে রেখে সাড়ে তিন লক্ষ চারা গাছ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে । এদিনের অনুষ্ঠান থেকে সবুজায়নের লক্ষ্যে এবং পরিবেশকে সুস্থ রাখতে অত্যধিক হারে গাছ লাগানো এবং তার পরিচর্যার পাশাপাশি জল সঞ্চয়ের বার্তা দেওয়া হয় । শুধুমাত্র উৎসবে থেমে না থেকে প্রধান লক্ষ্যকে বাস্তবায়িত করতে এদিন স্কুল চত্বরে বেশ কিছু গাছ লাগানো হয় । পূর্ব বর্ধমান জেলা
সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান বিশ্ব উষ্ণায়নকে রুখতে গাছ লাগানোটা অবশ্য প্রয়োজন । প্রয়োজন ব্যতীত গাছ ছেদনকে আমাদের রুখতে হবে । সবুজায়ন বাংলা আগামী দিন সমগ্র ভারতবর্ষকে পথ দেখাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *