বরানগর এবং এর চারদিনের থিয়েটার কার্নিভালে মঞ্চস্থ হলো বারোটি নাটক,

Spread the love

বরানগর এবং এর চারদিনের থিয়েটার কার্নিভালে মঞ্চস্থ হলো বারোটি নাটক,



ইন্দ্রজিৎ আইচ
…………………………………………

গত 27 থেকে 30 মার্চ 2025 বরানগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো বরানগর এবং এর আয়োজনে চারদিনের থিয়েটার কার্নিভাল 2025। প্রথমদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই উৎসবের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা প্রদীপ ভট্টাচার্য্য, অভিনেতা সঞ্জীব সরকার, সমাজসেবী অজয় ঘোষ ও অমর পাল, উপস্থিত ছিলেন বরানগর এর বিধায়িকা সায়ন্তিকা বন্দোপাধ্যায়। সকলের হাতে উত্তরীয় ও স্বারক তুলে দেন বরানগর এবং এর কর্ণধার সমিত দাস। সকলেই এই থিয়েটার কার্নিভাল কে সাধুবাদ জানান। প্রথমদিন মঞ্চস্থ হয় উইনিটি মালঞ্চ র নাটক হজম শক্তি, নির্দেশক দেবাশিস সরকার, চন্দননগর
যুগের যাত্রী র রঘু ডাকাতের চিঠি, নির্দেশনায় ছিলেন রামকৃষ্ণ মন্ডল, বরানগর মনন এর নাটক যদি হঠাৎ আবার, রচনা ও পরিচালনায় ছিলেন গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। দ্বিতীয়দিন পরিবেশিত হয় কাঁচরাপাড়া ফিনিকের নাটক বিলাসী বেদনা নয়, পরিচালনা কাবেরী মুখোপাধ্যায়, বিভাব নাট্য একাডেমির নাটক অন্য সম্রাট, পরিচালনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। শালকিয়া সব্যসাচী র আমার বন্ধু অমল, নির্দেশনায় ছিলেন অভিজিৎ চ্যাটার্জী।
তৃতীয়দিন উপস্থাপিত হয় বরানগর এবং এর নাটক ভীম বধ, নির্দেশনায় ছিলেন সমবেত প্রয়াস। বেলঘরিয়া অঙ্গন এর নাটক
স্যাক্রিফাইস, নির্দেশনায় ছিলেন অভি সেনগুপ্ত, এরপর ছিলো চিত্রপট বাউরিয়া র নাটক পিঙ্কি,
প্রয়োগ ও রচনা তরুণাভ সাতরা।এই উৎসবের শেষ দিন মঞ্চস্থ হয় ইছাপুর আলেয়ার নাটক জলরঙে দুর্গা, এই নাটকের নির্দেশনা শুভেন্দু মজুমদার। ব্যান্ডেল আরোহীর নাটক
ছেঁড়া ক্যানভাস, নির্দেশনা রঞ্জন রায়। এবং এই থিয়েটার কার্নিভাল এর শেষ নাটকটি ছিলো বর্ধমান অন্য ভাবনা র নাটক পাকা। পরিচালনা স্বরাজ ঘোষ। এই সমগ্র
নাট্য উৎসব এর ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন বরানগর এবং এর নির্দেশক ও অভিনেতা সমিত দাস। সব মিলিয়ে জমে উঠেছিলো বরানগর এবং এর
24 তম এই থিয়েটার কার্নিভাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *