বরাবাজারে ছৌ সংস্কৃতি উৎসব

সঞ্জয় হালদার,

পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের সিন্দরী হাটতলাতে পুরুলিয়া জেলা মহিলা ছৌ নৃত্য সমিতি দ্বারা আয়োজিত ‘পুরুলিয়া জেলা মহিলা ছৌ সংস্কৃতি উৎসব -২৫’ এর এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীব লোচন সরেন , কলেন্দ্রনাথ মান্ডি ,সুস্মিতা মল্ল, হংসেশ্বর মাহাতো মহাশয় ও কলাকুশলী গন।

Post Comment

You May Have Missed