বর্ণাঢ্য শোভাযাত্রা হাওড়ায়
প্রণব ভট্টাচার্য হাওড়া
হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার হারপ বাঙ্গালপুর বারোয়ারি পূজা কমিটির আয়োজনে,হারপ বাঙ্গালপুর বর্ডার টাওয়ার পোলের নিকট থেকে রাধা কৃষ্ণের প্রতিমা নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে কৃষ্ণ ভক্তদের শোভাযাত্রা বের হয়। ভক্তদের পায়েস ও বোদে দেওয়া হয় প্রসাদ ও শিন্নি হিসেবে বলে জানা যায়।এই শোভাযাত্রাকে ঘিরে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।বহু মানুষ এই শোভাযাত্রা দেখতে বাড়ি থেকে বাইরে বের হন।আগামী বছর আরো বড় করে এই উদ্যোগ নেওয়া হবে বলে উদ্যোক্তারা জানান।