সোমনাথ ভট্টাচার্য,
পরিবারের একমাত্র রোজগেরে পেশায় টোটো চালক অরূপ হালদার এর বাড়ি বর্ধমানের সদর ঘাট এলাকায় | স্বামী-স্ত্রী ও তৃতীয় শ্রেণীতে পাঠরত ছেলেকে নিয়ে তার সংসার | বিগত কয়েক বছর লকডাউনে এমনিতেই রোজগার নেই বললেই চলে , মরার উপর খাড়ার ঘা গত ৮ মে একটি তেল ট্যাংকারের সঙ্গে পথদুর্ঘটনায তার ডান হাতটি ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় | স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে তার চিকিৎসা হলেও বর্তমানে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন থাকতে হবে প্রায় এক বছর | এই সময়কালে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি প্রায় হতাশ হয়ে পড়েছিলেন | এমন সময় তাদের পাশে দাড়ালো আবেগ পরিবার | সংগঠনের সম্পাদক তনময় সাহা জানান,আগামী এক বছরে পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব আমরা নেব | এক কথায় অরূপ বাবু চিকিৎসা ও তার পরিবারের যাবতীয় খরচের দায়িত্ব নিল আবেগ পরিবার |