বর্ধমানে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

Spread the love

ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে ও পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় “৬ষ্ঠ পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪” গত ৬ই অক্টোবর, ২০২৪ তারিখে বর্ধমানের বি.সি. রোডের ওপর অবস্থিত সঙ্গম ম্যারেজ হলে অনুষ্ঠিত হলো।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রীমতী কবিতা দাস মহাশয়া। এছাড়া সম্মানিয় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিল্লী পাবলিক স্কুলের (বেলগ্রাম, বর্ধমান) প্রিন্সিপাল অরবিন্দ কুমার মহাশয় এবং সেক্রেটারি-জেনারেল রাজেশ ভগত মহাশয়, এবং ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির (বর্ধমান শাখা) চিকিৎসক ড. বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয়।

একজন এশিয়ান ক্যারাটে ফেডেরেশনের বিচারক – রেনসি দেবাশীষ কুমার মণ্ডল এবং ছয়জন জাতীয় বিচারক – সেনসেই অমিত পোদ্দার, সেনসেই দেবনীল মন্ডল, সেনসেই ইতু ব্যানার্জি, সেনসেই জনি রাম, সেনসেই নিবেদিতা দাস ও সেনসেই অয়ন কুণ্ডু দ্বারা এই খেলাটি সুষ্ঠভাবে পরিচালিত হয়।

পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান, “বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, কালনা ও কাটোয়ার মোট ১২০ জন প্রতিযোগী কাতা, কুমিতে, টিম কাতা এবং কোবুডো মিলিয়ে মোট ২৪ টি বিভাগে এই জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।” সংস্থার সভাপতি সেনসেই অমিত পোদ্দার জানান, “এই প্রতিযোগিতায় ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা ছিল বেশী। পদক তালিকায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান উত্তর এবং রানার্স হয়েছে কাটোয়া।”
এছাড়া, প্রত্যেকটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পদক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
সংস্থার জেনারেল সেক্রেটারি সেনসেই দেবনীল মণ্ডল জানান, “সেইসিনকাই পূর্ব বর্ধমান জেলার ২০২৩-২৪ সালের  সেরা খেলোয়াড়ের হিসেবে বিবেচিত হয়েছে শ্রেয়সী ঘোষ (মহিলা বিভাগ) এবং সাকিব আনজুম শেখ (পুরুষ বিভাগ)।”

রবিবারে উপস্থিত দর্শকমন্ডলীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *