বর্ধমান জেলা জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে জেলা সম্মেলন

Spread the love

বর্ধমান জেলা জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে জেলা সম্মেলন

সেখ রাজু

সমগ্র বাংলা জুড়ে বর্তমান পরিস্থিতির বিমুখ প্রলোভনে পা না দিয়ে দ্বীনি শিক্ষা ও শান্তির বার্তা সকলের মধ্যে পৌঁছাতে বর্ধমান জেলা জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে জেলা সম্মেলনের আয়োজন করা হয় । প্রতি পাঁচ বছর অন্তর জেলা সম্মেলনকে সামনে রেখে প্রতিটি ব্লকের সকল সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন । রবিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মঙ্গলকোট মোড় জামে মসজিদ প্রাঙ্গণে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । জেলা জমঈয়তে আহলে হাদিস একটি দ্বীনি সংগঠন । আল্লাহ ও তাঁর রসূলের সুন্নতকে মানুষের কাছে তুলে ধরাটাই সংগঠনের মূল লক্ষ্য । মুসলিম সমাজকে বিপথ থেকে ফিরিয়ে নিয়ে এসে দ্বীন ইসলামের আলোকে আলোকিত করতে তৎপর সংগঠনের সদস্যরা । ইসলাম বহির্ভূত কালচারের সমাজ যখন জর্জরিত, যুবসমাজ অপসংস্কৃতির কাছে নত, দ্বীন থেকে বিপথগামী মুসলিম সমাজ, কোরআন ও হাদিসকে সরিয়ে রেখে বর্তমান জীবন ধারণের অভ্যস্ত তখন সমাজকে ফিরিয়ে নিয়ে আসতে এই সংগঠনের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ । জেলা সম্মেলন থেকে জোরদার দাবি উঠল ওয়াকফ বিল বিষয়ক সমগ্র মুসলিম সমাজের বিরোধিতা করা উচিত এবং এই বিরোধিতা শান্তিপূর্ণ ও আইন মেনে করলে উদ্দেশ্য সফলতা পাবে । অশান্তি, জোর জুলুম এবং আইনকে হাতে নিয়ে বিরোধিতা করা অনুপযুক্ত ।

দ্বীনি আলোচনা সভায় গৌরবময় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা জমঈয়তে আহলে হাদিস-এর জেলা অভিভাবক মৌলনা আব্দুর রব, জেলা সভাপতি ওবাইদুল্লাহ রায়হান বুখারী, সম্পাদক মহম্মদ শাহাজামান, সদস্য শেখ নুরুল ইসলাম,  আব্দুর রহমান মল্লিক সহ প্রমুখরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *