সোমনাথ ভট্টাচার্য,
শনিবার বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সহযোদ্ধারা উদ্যোগে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ দিবস উদযাপিত হয়।
সংস্থার পক্ষ থেকে মেহেবুব হাসান,কৌশিক সিনহা,সুচিত্রা মাল জানান,এদিন তারা বর্ধমান ১ নম্বর ব্লকের দেওয়ান দিঘি ,হাটু দেওয়ান এলাকায় বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ দিবস উদযাপন করেছেন ।
পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অনলাইন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার ফলাফল।
প্রথম ,রিক্তা মালাকার ,চতুর্থ শ্রেণী, স্কুল নর্থ পয়েন্ট ইংলিশ হাই স্কুল,জেলা( karbi anglong) রাজ্য আসাম।
দ্বিতীয়:সুচিন্তা বিশ্বাস ,বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়।
যুগ্ম ভাবে দ্বিতীয় ,গৌরী সাও,প্রথম শ্রেণি কেপুট বোর্ড প্রাইমারি স্কুল পশ্চিম মেদিনীপুর,
তৃতীয়,: দেবাংশী দাস, চতুর্থ শ্রেণি,স্বামী বিবেকানন্দ একাডেমী বর্ধমান।
যুগ্মভাবে তৃতীয়, শ্রি দাস,নারায়ণা গ্রুপ অফ স্কুল কলকাতা, চতুর্থ শ্রেণি।
চতুর্থ:মেঘলা কর্মকার,সোনামুখী কুমারব্রত ,মেমোরিয়াল কেজি স্কুল, দ্বিতীয় শ্রেণি।
পঞ্চম স্থান :অঙ্কুশ জানা ,শ্রেণি তৃতীয় ফরিদপুর এসপিএল প্রাইমারি স্কুল পশ্চিম মেদিনীপুর।
ষষ্ঠ স্থান:অরিন পাল, প্রথম শ্রেণি, স্বামী বিবেকানন্দ একাডেমী।
যুগ্ম ভাবে ষষ্ঠ ,অহনজিত বসু , চতুর্থ শ্রেণি, বর্ধমান সিএমএস হাই স্কুল।