বর্ষায় ক্ষতিগ্রস্থ আসানসোলের খাটাল ব্যবসায়ী

Spread the love

কাজল মিত্র,

:- অবিরাম বৃষ্টিপাতের কারণে আসানসোল উত্তর থানার অধীন গোপালনগর বাইপাস রামবাবু খাটাল অঞ্চলে নুনিয়া নদীর তীরে হঠাৎ নাগেশ্বর যাদবের বাড়িটি বিকট শব্দ করে ভেঙে পড়ে। ধ্বসের সময় বিকট শব্দ শুনে বাড়ির লোকজন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে। একই সঙ্গে খাটালে থাকা গরু, মোষ বেরিয়ে নিরাপদ জায়গায় যেতে না পারায় কিছু প্রাণী আহত হয়েছে।
এ বিষয়ে নাগেশ্বর যাদব জানান যে, ” তারা চার ভাই, যাদের পরিবার সবাই খাটাল অঞ্চলে টালির বাড়িতে থাকে। হঠাৎ করে বাড়িটি বিকট শব্দ করে ভেঙে পড়তে শুরু করে পুরো বাড়ি। চোখের সামনে পুরো বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এ কারণে বাড়ির সমস্ত জিনিসপত্র ধ্বংসস্তুপের তলায় চলে যায়। এতে বেশ কিছু গবাদি প্রাণী আহত হয়। একই সঙ্গে পরিবারের সদস্যরা আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসে। পরিবারের কোনও সদস্যের তেমন কোনো চোট লাগেনি। তিনি জানান, এখানে প্রায় বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে খাটাল ব্যবসার মাধ্যমে তারা কোনমতে সংসার চালান। ফাটলের কারণে বাড়ি ভেঙে তারা গৃহহীন হয়ে পড়েছেন। তাদের মাথা গোঁজার কোনো জায়গা নেই। ভরা বর্ষায় কি করবেন এই ভেবেই দিশেহারা তিনি ও তার পরিবার। এই বিষয়ে তারা সরকারকে সাহায্য করার জন্য অনুরোধ করছেন বলে জানান নাগেশ্বর যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *