সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলার বলরামপুরে কৃষক বাজারে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের পুরুলিয়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর এক দিবসীয় আদিবাসী সংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উত্তীর্ণ কারীগণকে রাজ্য স্তরে পাঠানো হবে বলে জানান ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিডিও সাহেব জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো মহাশয়া পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, মেন্টর অঘোর হেমব্রম কোমেন্টর সহদেব মাহাতো জেলা পরিষদ কলেন্দ্রনাথ মান্ডি ও বিভিন্ন আধিকারিক বৃন্দ।
