বসন্তোৎসবে মেতে উঠল স্বেচ্ছাসেবী সংস্থা
নীহারিকা মুখার্জ্জী, নিউ ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা
দোলের প্রাক্কালে বসন্তোৎসবে মেতে উঠল নিউ ব্যারাকপুরের স্বেচ্ছাসেবী সংস্থা 'ঊর্মিলা ফাউন্ডেশন'। উৎসব উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৫ শে ফেব্রুয়ারি সংস্থার পক্ষ থেকে প্রায় দুই শতাধিক প্রতিযোগীদের নিয়ে একটি ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ী প্রায় ৪০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশিত নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পাঠ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বৈশালী পাল পরিবেশিত জিমনাস্টিক ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় স্মারক। অনুষ্ঠানে স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মত।
এর আগে প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভারত বিখ্যাত কৃষি বিজ্ঞানী ড. অর্চন কান্তি দাস ও 'ঊর্মিলা ফাউন্ডেশন-এর কর্ণধার শিখা সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাথলেট মৃণাল কান্তি রায়, বিশিষ্ট সমাজসেবী শেখর কুমার কাঞ্জিলাল, নব বারাকপুরের গর্ব শিল্পী শ্যামল শিকদার, শিক্ষক ও সমাজসেবী অশোক কুমার দাস, প্রধান শিক্ষক তরুণ মিশ্র, স্থানীয় একটি পাক্ষিক পত্রিকা 'নগরের কথা'-র সাংবাদিক তথা ঊর্মিলা ফাউন্ডেশন -এর গুরুত্বপূর্ণ সদস্য রানাজী বসু সহ সংস্থার সমস্ত সদস্যরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেকের গলায় উত্তরীয় ও হাতে তুলে দেওয়া হয় স্মারক।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে 'ঊর্মিলা ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে শিখা দেবী বললেন- সমাজ সেবার পাশাপাশি বছরের বিভিন্ন সময় আমরা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। ছাত্রছাত্রীদের নিয়ে প্রতি বছর আমরা রঙের উৎসবে মেতে উঠি। সমগ্র অনুষ্ঠানটি খুবই উপভোগ্য হয়ে ওঠে। এরজন্য আমরা খুব খুশি।