বাঁকুড়ায় জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের নববর্ষ উৎসব

Spread the love

বাঁকুড়ায় জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের নববর্ষ উৎসব

। সাধন মন্ডল বাঁকুড়া:–
বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল নববর্ষ উৎসব। এবছর সংঘের উদ্যোগে ৫১তম নববর্ষ উৎসব উপলক্ষ্যে পয়েলা বৈশাখ সন্ধ্যায় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় হলে অনুষ্ঠিত হল বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা। সংঘের সকল সদস্য, অতিথি ও উপস্থিত দর্শকদের নতুন বছরে দেশ ও জাতির সর্বাঙ্গীন উন্নতির জন্য কাজ করার শপথের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে মেঘ মল্লার এর শিল্পী বৃন্দ।নববর্ষ উৎসবে যে সমস্ত গুণীজন উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ সুরাল, সংঘের সভাপতি বিশিষ্ট সমাজসেবী ডাঃ অমিতাভ চট্টরাজ, কার্যকরী সভাপতি দীপক ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ডা:আদিনাথ ব্যানার্জী, প্রবীণ নাট্যব্যক্তিত্ব প্রণতি সেনগুপ্ত, প্রখ্যাত চিত্রকর বিশ্বরূপ দত্ত ও সাংস্কৃতিক কর্মী সুলেখক শক্তি চট্টোপাধ্যায়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মেঘ মল্লার এরপর সংস্থার উদ্যোগে
যোগ ব্যায়াম প্রর্দশনী, নববর্ষের আড্ডায় গুণীজনদের স্মৃতিচারণ করা হয়। তারই মাঝে আবৃত্তি পরিবেশন করেন অনিন্দিতা ঘটক ।গান ও নাচের জমজমাট অনুষ্ঠানে মুখরিত হল নববর্ষের সন্ধ্যা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের আনন্দ দেয় সঞ্চারী, উদিতা,আগামী,নৃত্যাঞ্জলি, প্রমিথিউস ও সরস্বতী নৃত্য কলা কেন্দ্রের শিল্পীরা।সংগীত পরিবেশন করেন অন্যন্যা সিকদার ,সুকন্যা সিকদার ও সপ্তপর্ণা দাস।সংঘের সম্পাদক রবিন মণ্ডল বলেন শহরের বহু সংস্কৃতিপ্রেমী মানুষ জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের এই নববর্ষ উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করেন। তিনি বলেন অন্যান্য বছর খোলা ময়দানে এই উৎসব অনুষ্ঠিত হলেও এবারই প্রথম পরীক্ষামূলকভাবে হলঘরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য বাঁকুড়া জেলা শহরে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার একটি উজ্জ্বল নাম বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ। আজ থেকে এক কান্ন বছর আগে বাঁকুড়া শহরের কয়েকজন যুবকের উদ্যোগে তৈরি হয়েছিল এই সংঘ যাদের মধ্যে অন্যতম হলেন শম্ভুনাথ মল্লিক, তারাপ্রসাদ সিকদার চন্ডী চরণ দাস প্রমুখ।প্রবীণদের নববর্ষের স্মৃতিকথা মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। নৃত্য, গীত ছাড়াও সংঘের স্মৃতিচারণা উপস্থিত দর্শকদের মন আকৃষ্ট করে অনুষ্ঠান শেষে দর্শকদের মধ্যে অনেককে বলতে শোনা গেল অনেকদিন পর এই ধরনের একটি সৃজনশীল অনুষ্ঠান দেখলাম ও জেলার কিছু গুণী মানুষের কথা শুনলাম। দৃঢ়তার সাথে এদিনের অনুষ্ঠানটি সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করেন সৌরভ বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *