বাঁকুড়ায় দুয়ারে সরকারের শিবি র উদ্বোধনে বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন ।
সাধন মন্ডল ,বাঁকুড়া:—আজ ১৫ ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ সরকারের অষ্টম পর্যায়ের দুয়ারে সরকারের শিবির শুরু হল সারা রাজ্যজুড়ে। পিছিয়ে নেই বাঁকুড়া জেলা। আজ বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন ছাতনা ব্লকের কেশরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটবল মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়েশিবিরের সূচনা করেন। তাকে ও অন্যান্য অতিথিদের আদিবাসী প্রথায় বরণ করা হয় তিনি শিবিরে বিভিন্ন দপ্তর গুলি ঘুরে দেখেন এবং শিবিরে উপস্থিত হওয়া সাধারণ মানুষের সাথে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এবারের শিবির থেকে ৩৬ টি পরিষেবা সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া হবে ।ছাতনা শিবির উদ্বোধনের পর তিনি শালতোড়া অডিটোরিয়াম এ যান সেখানে শিবির পরিদর্শন করেন ও উপস্থিত উপভোক্তাদের সাথে কথা বলেন। তিনি বলেন শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষণীয়। আজ সারা জেলা জুড়ে ভ্রাম্যমান শিবির ও স্থায়ী শিবির মিলিয়ে মোট ৩৮৯ টি শিবির শুরু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়। শিবির গুলিতে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ২৪ হাজারেরও বেশি দরখাস্ত জমা পড়েছে।