সাধন মন্ডল,
পুয়াবাগান পঞ্চবটির উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে উপহার প্রদান এবং শিশু উদ্যান এর দ্বারোদঘাটন করলেন তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, আইসি বাঁকুড়া সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ দুর্গা পুজো গুলো প্রাণ ফিরে পেয়েছে। করোনা কালে প্রতিটি পুজো কমিটি গুলি মুষড়ে পড়েছিলেন তাদের সরকারিভাবে সাহায্য করার উদ্যোগ নেন তিনি তারপর থেকেই বছর বছর এই অনুদানের পরিমাণ বাড়ানো হচ্ছে। এ বছর প্রতিটি পুজো কমিটিকে ৭০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বিভিন্ন খাতে খরচ করার জন্য যা কিছু মানুষের চক্ষুসূল হয়ে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি দূর্গা পুজোকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন পুজো কার্নিভাল একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই শুরু হয়েছে যা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।