বাঁকুড়ায় পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা।
বাঁকুড়ায় পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা।
সাধন মন্ডল বাঁকুড়া:—প্রতিবছরের ন্যায় এ বছরও২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় পুরুষ ও মহিলাদের পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন সকালে বাঁকুড়া শহরের কেন্দ্রস্থল মাচানতলায় নেতাজী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়। এবছর এই দৌড় প্রতিযোগিতার ৫০ তম বর্ষ, যা জেলার ইতিহাসে বিরল। সকাল ৭টায় দৌড় শুরু হয়ে পাঁচমাইল রাস্তা পরিক্রমা করে মাচানতলায় শেষ হয়। বাঁকুড়া জেলা ছাড়া পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্ৰাম ও কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে মোট ১২২জন প্রতিযোগী অংশ নেন। পুরুষ বিভাগে ৮২ জনও মহিলা বিভাগে ৪০জন। প্রতিযোগিতা শেষে মাচান তলায় আকাশ মুক্ত মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের প্রধান উপদেষ্টা ডাঃ অমিতাভ চট্টরাজ, সভাপতি দীপক ঘোষ, কার্যকরী সভাপতি রবীন মন্ডল, ডিএসএ-র সাধারণ সম্পাদক অতনু দে, বিশিষ্ট চিকিৎসক ডাঃ বাণী প্রসাদ চ্যাটার্জী , কাউন্সিলর দিলীপ আগরওয়াল, বাঁকুড়া উন্নয়নী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান শশাঙ্ক দত্ত, রক্তদাতা আন্দোলনের অন্যতম কর্ণধার বিপ্রদাস মিদ্যা, বিশিষ্ট ক্রীড়াপ্রমী মনোজিৎ মন্ডল, বিশিষ্ট সহিত্যিক স্বাগতা দত্ত, দত্ত মোটরসের পি,এন, সিং। স্বাগত ভাষণ দেন সংঘের সাধারণ সম্পাদক সৌরভ বসু। অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রথম পাঁচ জনের হাতে অর্থ পুরস্কার ও সুদৃশ্য ট্রফি তুলে দেন।পুরুষ বিভাগে প্রথম পাঁচ জন হলেন উজ্জ্বল সরকার,(কোলকাতা) হিমাংশু পাল, (খড়্গপুর) রুদ্র কর্মকার, (পুরুলিয়া) প্রশান্ত দাস,(বড়জোড়া) ও শান্তনু মন্ডল, (ঝাড়গ্ৰাম)। মহিলা বিভাগে প্রথম পাঁচজন যথাক্রমে পুষ্পরাণী মাহাতো, (পুরুলিয়া) রাণী কর্মকার (সারেঙ্গা), উজ্জ্বলা রাজোয়াড়, পুষ্পলতা মাহাতো, জয়ন্তী মাহাতো (পুরুলিয়া)। প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান সংঘের সভাপতি দীপক ঘোষ। অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সংঘের সহ-সভাপতি সন্তোষ ভট্টাচার্য। এখানে উল্লেখ্য জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ জেলা ও রাজ্যের একটি উল্লেখযোগ্য ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিষ্ঠান। বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের শাখা সংগঠন বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ। সংঘের উদ্যোগে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতার এটি সুবর্ণ জয়ন্তী বর্ষ।



Post Comment