বাঁকুড়ায় প্রয়াত ছাত্রনেতার স্মরণ সভা

Spread the love

সাধন মন্ডল,

বাঁকুড়ার ছাত্র পরিষদের প্রয়াত ছাত্রনেতা বিশিষ্ট সমাজকর্মী মানব দরদী ব্যক্তিত্ব জহর সিংহ এর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করলো অনন্য জহর এর সদস্য সদস্যাবৃন্দ ও জহরপ্রেমী মানুষজন ।এখানে উল্লেখ্য জহর সিংহ একজন মানব দরদী ব্যক্তিত্ব। আশির দশকে নব্বইয়ের দশকে বাঁকুড়া জেলার ছাত্র পরিষদের মূল দায়িত্বে থেকে কলেজগুলোতে এস এফ আই এর সাথে দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছেন ।বিশেষ করে বাঁকুড়া শহরের বুকে বাঁকুড়া খ্রিস্টান কলেজ, বাঁকুড়া সম্মিলনী কলেজ, ও সারাদামনি কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে একাত্ত হয়ে মিশতেন ।শহরের সাথে সাথে বাইরের মানুষদের আপদে বিপদে কাছে গিয়ে দাঁড়াতেন সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। জহর সিংহের জন্মদিনে এই স্মৃতিচারণা করতে গিয়ে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বাঁকুড়ার বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী ডাক্তার অমিতাভ চট্টরাজ ওরফে তুফান দা বলেন জহর ছিল এক অনন্য ব্যক্তিত্ব। তার মধ্য থেকে একজন সত্যি কারের মানুষের রূপ আমি দেখেছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে দু:স্থ অসহায় মানুষদের চিকিৎসার জন্য আমার কাছে নিয়ে এসেছে তার প্রাণ ভরা ডাক এখনো আমার হৃদয়ে গাঁথা হয়ে আছে। আমাদের দুর্ভাগ্য অসময়ে তাকে আমাদের হারাতে হয়েছে। জহরের মত ছেলেদের আজ আমাদের খুব প্রয়োজন। আজ খ্রিস্টান কলেজিয়েট স্কুলের সামনে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন জহর প্রেমী মানুষজন ও তার পরিবারের পরিবারবর্গ ও আত্মীয়-স্বজন। পরে বাঁকুড়া রবীন্দ্রভবনে তাকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন অনন্য জহরের অন্যতম ব্যক্তিত্ব বিক্রম জিৎ চট্টোপাধ্যায় ,জহর সিংহের দিদি বসুমিত্রা সিংহ পান্ডে সহ বিশিষ্ট রা। বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জহর প্রেমী মানুষেরা তাকে শ্রদ্ধা জানাতে বাঁকুড়া শহরে হাজির হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *