বাঁকুড়ায় প্রার্থীপদে অরূপ চক্রবর্তী,
——শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:—–সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদে নাম ঘোষণা করা হলো।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তাতে বাঁকুড়া আসনটিতে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরূপ চক্রবর্তী। এখানে উল্লেখ্য বাঁকুড়ার মাটি বহিরাগতদের সেভাবে না মেনে নেওয়ায় বিগত দিন গুলির লোকসভার ফলাফলে তৃণমূল কংগ্রেস একবারের বেশি জয়লাভ করতে পারেনি এই লোকসভা কেন্দ্রে বাইরের প্রার্থী হিসেবে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ছিলেন সায়ন্তিকা ব্যানার্জি তাদের মানুষ সেভাবে পছন্দ করেননি। তার কারণ হিসেবে একটি কথা উঠে এসেছিল যে অভিনেত্রী মুনমুন সেন একবার বাঁকুড়া লোকসভার সাংসদ হয়েছিলেন কিন্তু তিনি সেভাবে এলাকার মানুষের অভাব অভিযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নি। তাই বিগত লোকসভা নির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কে ছুড়ে ফেলে দিয়েছিলেন এবং বিজেপির ডা: সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়লা ভ করিয়েছিলেন। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ডা: সুভাষ সরকারকে প্রার্থী করেছেন তার বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আজ নাম ঘোষণা হয়েছে বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তালডাংরা বিধানসভার বিধায়ক অরুপ চক্রবর্তীর। নাম ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা রাজপথে দলীয় কর্মী সমর্থকরা অরূপ চক্রবর্তী কে নিয়ে খুশির হাওয়া বইয়ে দেন। প্রার্থী পথ নিয়ে বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন দিদি আমাকে বাঁকুড়া লোকসভা আসনের প্রার্থী করে যে সম্মান দিয়েছেন আমি সেই সম্মান দিদিকে যথাসময়ে ফিরিয়ে দেব। আগামীর লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।। এখানে উল্লেখ্য এই আসনটি প্রার্থী পদ নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানান জল্পনা চলছিল সেই জল্পনার অবসান ঘটালেন আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেড সভা মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘোষণা করেন রাজ্য সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নাম ঘোষণার সাথে সাথেই বাঁকুড়ায় দলীয় কর্মীরা দেওয়াল লিখনী ব্যস্ত হয়ে পড়েছেন সারা সংসদ এলাকা জুড়ে সাজো সাজো রব। একদিকে গতবারের জয়ী বিজেপির ডাক্তার সুভাষ সরকার অন্যদিকে প্রাক্তন সভাধিপতি তথা তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী। এখন দেখার এবারের লোকসভা নির্বাচনে কে জয় লাভ করেন।