বাঁকুড়ার মুকুটে আরো একটি পালক।

Spread the love

বাঁকুড়ার মুকুটে আরো একটি পালক।


সাধন মন্ডল বাঁকুড়া:—–বাঁকুড়ার দুই মহিলা ১৯হাজার ফুট উচ্চতায় পা রাখলেন। ।বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমী র মুকুটে আজ একটি পালক প্রতিস্থাপন হলো। এই মুহুর্তের স্বাক্ষী রইলো শহরের হাজারো মানুষজন । একাডেমীর চার সদস‍্য গত 3 রা অক্টোবর 2025 তারিখে প্রচন্ডবৃষ্টি মাথায় নিয়ে এক অদম‍্য সাহসী বাইক অভিযানে গিয়েছিল। লাদাখ হিমালয়ের উমলিঙলা।যা পৃথিবীর সর্বোচ্চ মোটোরেবল পাস। পশ্চিমবঙ্গ একমাত্র একাডেমীর দুই মহিলা সদস‍্য যারা 19024 ফুট উচ্চতায় পৌঁছে ছিল।যাত্রাপথে তাদের বার্তা ছিল থ‍্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ‍্যে বিয়ের আগে রক্ত পরীক্ষা জরুরী। এবং বাঁকুড়া পুলিশের সেভ লাইফ সেফ ড্রাইভ এই বার্তা নিয়ে প্রচন্ড হিমবাহ কে উপেক্ষা করে কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়াই।সঠিক সময়ে সঠিক জায়গায় পৌছে আজ সুস্থ ভাবে ফিরে এল। তাদের কে স্বাগত জানাতে বাঁকুড়া পুলিশের সহযোগিতায় সতীঘাট থেকে নতুন চটি অনুষ্ঠান স্থল পর্যন্ত পুলিশের গাড়ী স্কট করে নিয়ে আসেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর থানার আই সি সুজয় তুঙ্গা ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক‍েল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপ‍্যাল ডাক্তার পঞ্চানন কুন্ডু , ডাঃ পার্থ প্রতিম মন্ডল, বি ভি বি ডি এসের সৌমাভ‍্য ভট্টাচার্য মহাশয় হ‍্যাপী আওয়ার যোগা সেন্টারের অধ‍্যক্ষ‍্যা পাপিয়া সেন। ডাঃ প্রিয়দর্শী সেনগুপ্ত। ড‍্যান্স ফোরামের সত‍্যপ্রসাদ মুখার্জী। ছিলেন শিল্পোদ্যোগী মনোজিৎ মন্ডল,জেলা যোগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবীন মন্ডল। মনোজিৎ মন্ডল পরের বারে সর্বোত ভাবে সহযোগিতা করবেন বলে জানান। সৌমাভ মুখার্জি বলেন বয়স্ক দের জন‍্য একটা ট্রেকিং প্রোগাম আমাদের একাডেমী থেকে যাতে করা যায় পরিশেষে চার অভিযাত্রী শেখ আলিমুদ্দিন,ডাঃ সুনীতা বাগ্দী,মুন্না পাল এবং সুকান্ত পালদের উত্তরীয় , পুষ্প স্তবক এবং স্মারক তুলে দিয়ে সম্মান জানান বিশেষ অতিথিবৃন্দ সহ একাডেমীর সদস‍্য গন। একাডেমীর সম্পাদক গৌতম মুখার্জী বলেন আগামী 7 ই ডিসেম্বর থেকে 10 ই ডিসেম্বর 2025 শুশুনিয়ায় শৈলারোহন শিক্ষা শিবির। বাঁকুড়ার অভিভাবকদের কাছে বার্তা দেন যাতে এই শিবিরে তাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *