সাধন মন্ডল,
ভারতীয় জনতা পার্টির রাইপুর ব্লকের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে গণডেপুটেশন দেওয়া হলো। রায়পুর বাজারে একটি মিছিল সংগঠিত করেন ভারতীয় জনতা পার্টির রাইপুর এক নম্বর ও দু’নম্বর মন্ডলের নেতৃত্বে ।এদিনের এই গণডেপুটেশনে অংশগ্রহণ করেন রাইপুর এক নম্বর মন্ডল সভাপতি সমীর মুর্মু, দু’নম্বর মন্ডলের সভাপতি সুব্রত মন্ডল ,সহ সুভাষ ডাঙ্গর ,দীপঙ্কর মাহাত, তাপস পাল প্রমূখ