বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের অনাবাসিক শিবির ।

বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের অনাবাসিক শিবির ।


শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:–
সম্প্রতি বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় ও বাঁকুড়া টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক অনাবাসিক শারীর শিক্ষণ শিবির। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংঘ সভাপতি শ্রী দীপক ঘোষ। বেলা ১০ থেকে দুপুর ২টা পর্য্যন্ত অনুষ্ঠিত এই শিবিরে মোট 2৭০ জন ছাত্র বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেয়। শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সজল মাহাতা, বিশিষ্ট ফুটবলার শ্রী গৌরব সেনগুপ্ত, সংঘের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডাঃ অমিতাভ চট্টরাজ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী ফাল্গুনী চক্রবর্তী, বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য শ্রীমতী মৌমিতা দালাল,প্রধান শিক্ষিকা শ্রীমতী মুকুল বালা মান্ডি,সহ- শিক্ষিকাগণ ও সংঘের কর্মকর্তাগণ। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা প্রত্যেকে তাদের বক্তব্যে এই ধরণের শিবির সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংঘকে ও বিদ্যালয় কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান। যারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন তারা যথাক্রমে শ্রী সব্যসাচী ঘোষ, শ্রীমতি মন্দিরা সিংহ, শ্রীমতী ঝর্ণা বেসরা ও কুসুম মান্ডি, শ্রী হরলাল কর্মকার এবং শ্রী অসীম নন্দী ও শ্রী সুশীল পাল। ক্যাম্প কমান্ড্যান্ট ছিলেন শ্রী শান্তিময় নন্দী। আগামী দিনে জেলাব্যাপী এই ধরণের শিবির সংগঠনের আশা ব্যক্ত করে ধন্যবাদ জ্ঞাপন করেন সংঘের সাধারণ সম্পাদক শ্রী সৌরভ বসু।সব মিলিয়ে শিবির অত্যন্ত সুষ্ঠু ও সাফল্যমন্ডিত ভাবে শেষ হয়।

Post Comment

You May Have Missed