বাঁকুড়া জেলা শাসকের নিকট ডেপুটেশন

Spread the love

বাঁকুড়া জেলা শাসকের নিকট ডেপুটেশন

আদিবাসীদের দীর্ঘদিন ধরে দখলীকৃত বনের জমিতে পাট্টা ও পরচার দাবি সহ গ্রাম ও শহর সহ সর্বত্র এলাকায় অবিলম্বে ১০০ দিনের কাজ চালু,বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া, ভাগচাষীদের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা সহ কয়েকদফা দাবিতে আজ ১০ অক্টোবর মঙ্গলবার আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ এবং আয়রলার নেতৃত্বে প্রায় তিন শতাধিক মানুষ মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয়। ডেপুটেশনের আগে তামলিবাঁধ ট্যাক্সি স্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সভায় রামনিবাস বাস্কে, সহদেব টুডুরা বলেন যে, ২০০৬ সালের বনাধিকার আইন অনুযায়ী দখলে থাকা বনের জমিতে আদিবাসী এবং বনবাসীরা পাট্টা ও প্রাপ্ত পাট্টার পরচা পাবে। কিন্তু শত শত আদিবাসী মানুষ আবেদন করা সত্ত্বেও, আজও পাট্টা পায় নি। যারা পাট্টা পেয়েছে তাদের অনেকেই এখনো পরচা পেল না। ফলে মাথার ঘাম পায়ে ফেলে এই আদিবাসীরা জমিতে চাষ করলেও পরচার অভাবে কৃষক বন্ধু ও কৃষিবীমার মতো সরকারি সাহায্য থেকে বঞ্চিত। একই ভাবে সাধারণ গরীব ভাগচাষীরাও এই সব সুযোগ পাচ্ছে না। পুজোর মুখে যখন জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া ,গ্রাম- শহর কোথাও মানুষের কাজ নেই, তার কোন সুরাহা না করে কেন্দ্র – রাজ্য সরকার পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়িতে ব্যাতিব্যস্ত । তাই আজ সর্বত্র জোরালো আওয়াজ তুলতে হবে কেন্দ্র- রাজ্য বুঝিনা। কাজ চাই – কাজ দাও, কাজ করেছি – টাকা দাও এরূপ দাবি তোলা হয় এদিনের ডেপুটেশন কর্মসূচি থেকে। সভায় উপস্থিত বাঁকুড়া জেলা সি,পি,আই,( এম-এল) লিবারেশনের সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন মানুষ যখন তাদের অধিকার বুঝে নিতে রাস্তায় নামছে, তথন তাদের নেতাদের বদনাম করতে রাস্তায় নেমেছে কেন্দ্রের বি, জে, পি, সরকার। এই সমস্ত আন্দোলনের খবর যাতে কেউ না করতে পারে তার জন্য নিউজ ক্লিকের মতো নির্ভিক সংবাদ সংস্থার সাথে যুক্ত সমস্ত সাংবাদিক এবং তার কর্মচারীদের বাড়ি রেইড করছে, কাউকে কাউকে গ্রেফতার করছে, চিনের দালাল দেগে দিয়ে। দেশের কৃষক নেতাদের শত্রু হিসেবে দেগে দিয়ে মানুষের মত প্রকাশের, সাংবাদিকদের স্বাধীন ভাবে লেখার অধিকার কেড়ে নিতে চাইছে। গণতন্ত্র বিরোধী এই সরকারের বিরুদ্ধে তাই সকলকে এক হওয়া আজ সময়ের দাবী বলে উল্লেখ করেন।এছাড়াও উপস্থিত ছিলেন
আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষে রামনিবাস বাস্কে, সুধীর মুর্মু প্রমুখ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *