বাঁকুড়া জেলা সংস্কৃতি উৎসব ২০২৫।

Spread the love

বাঁকুড়া জেলা সংস্কৃতি উৎসব ২০২৫।


সাধন মন্ডল বাঁকুড়া:—বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রাইভেট স্কুল অর্গানাইজেশন
‘এর উদ্যোগে ৩রা আগষ্ট রবিবার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা সাংস্কৃতিক উৎসব ২০২৫। জেলার বেসরকারি বিদ্যালয় গুলির মধ্যে সাংস্কৃতিক চর্চাকে আরো সমৃদ্ধ করা ও ঐক্যকে দৃঢ় করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন। প্রতিযোগিতা মূলক এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন। সারাদিন বিভিন্ন বিভাগের আবৃত্তি, বসে আঁকো, লোকনৃত্য ও রবীন্দ্র সংগীত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই যশশ্বী বিচারক মন্ডলীর উপস্থিতিতে প্রতিযোগিতা গুলো সম্পন্ন হয়। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সমাপ্তি সভা। ১ম,২য়,৩য় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও শংসা পত্র।  অংশ গ্রহণ কারী সমস্ত প্রতিযোগীদের দেওয়া হয় মেডেল ও শংসা পত্র।এই সভায় উপস্থিত ছিলেন সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক শিক্ষা) মাননীয় শ্রী সঞ্জীব দাস চক্রবর্তী, জাতীয় শিক্ষক ও NCTE র মেন্টর মাননীয় শ্রী অমিতাভ মিশ্র, গঙ্গাজলঘাঁটি ব্লকের জয়েন্ট বি.ডি.ও মাননীয় শ্রী সুশান্ত কুন্ডু। সংগঠনের সম্পাদক জয়ন্ত খাটুয়া জানান ছাত্র-ছাত্রীদের মধ্যে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না তাদের সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ বাড়াতে হবে। এই উদ্দেশ্য সফল করার জন্যই আমাদের এই ধরনের অনুষ্ঠান। আমাদের উদ্দেশ্য সফল, তবে  যারা সামিল হয়নি আগামী দিনে তাদের সামিল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *