বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন

Spread the love

বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন

।—সাধন মন্ডল, বাঁকুড়া:——–বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উৎসব পালিত হল রবিবার দিনভর। সকালে সম্প্রীতি দৌড় এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিশু কিশোরদের অংকন প্রতিযোগিতা, আলোচনা চক্র ও গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা এবং গণমাধ্যমে কর্মী সংগঠনের ভূমিকা নিয়ে দীর্ঘ আলোচনায় বক্তব্য রাখেন। হিন্দুস্তান সমাচার পত্রিকার কনসালটিং এডিটর শ্রী অশোক সেনগুপ্ত এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট এর সভাপতি তথা আনন্দবাজার পত্রিকার বিশেষ সংবাদদাতা প্রজ্ঞানন্দ চৌধুরী ।এই দুটি বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন এবং উপস্থিত সংবাদ কর্মী ও সাংবাদিকগণ সমৃদ্ধ হন পরে ডিস্ট্রিক্ট প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জানানো হয়।। এছাড়া জেলার দুই বর্ষিয়ান সাংবাদিক সুবল দত্ত ও ভরত মাহাতো, বিশিষ্ট কবি সুনীল কুমার নন্দীকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। তাদের হাতে পুস্পস্তবক সম্মাননা পত্র ও শাল তুলে দেন বাঁকুড়ার বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী ডা: অমিতাভ চট্টরাজ ,বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি সুনীল দাস, সম্পাদক সন্তোষ ভট্টাচার্য প্রমুখরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ সুরাল, গান্ধীবিচার পরিষদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কল্যাণ রায়, ডাক্তার জিতেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ। এখানে উল্লেখ্য সারা ভারতবর্ষের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র রামানন্দ চট্টোপাধ্যায়। যার বাড়ি বাঁকুড়া শহরের পাঠকপাড়ায় এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব টি তার নামে উৎসর্গ করা হয়েছে রামানন্দ চট্টোপাধ্যায় স্মৃতিভবন হিসেবে ।অনুষ্ঠানগুলি সুন্দরভাবে পরিচালনা করেন মুক্ত বিহঙ্গ পত্রিকার সহ-সম্পাদক তথা বিশিষ্ট ক্রীড়া প্রেমী সৌরভ বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *