বাঁকুড়া পুলিশের স্বাস্থ্য সচেতনতা শিবির

Spread the love

সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের আরও একটি যুগান্তকারী উদ্যোগ যার মূলে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি ।ক্যান্সারের মতো মারণ রোগের লক্ষণ ও তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পুলিশকর্মী ও তাদের পরিবারের সদস্যদের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে মহানন্দ ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় বাঁকুড়া জেলা পুলিশ লাইন হাসপাতালে আয়োজিত হলএকটি সচেতনতা শিবির। জেলা পুলিশ সূত্রে জানা গেছে এই ধরনের বা মারন রোগ নিয়ে সচেতনতা শিবির জেলায় এই প্রথম আগামী দিনে এই ধরনের শিবির জেলার বিভিন্ন থানাতেও করা হবে বলে আশা রাখছেন জেলা পুলিশ সুপার এখানে উল্লেখ্য বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সম্প্রতি চোখের চিকিৎসা ও সচেতনতা নিয়ে পলক নামে একটি কর্মসূচি গ্রহণ করেছিল করা হয়েছিল তাতে ব্যাপক সাফল্য আসে সাধারণ মানুষ ধন্যবাদ জানান। জেলা পুলিশ সুপার সহ পুলিশ বিভাগকে জেলা পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার গোন এবং বিশিষ্ট চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত চিকিৎসকদের ধন্যবাদ জানান জনান পুলিশ সুপার বৈভব তেওয়ারি। এই মারণ রোগ নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করার জন্য পুলিশ কর্মীবৃন্দ ও তাদের পরিবারবর্গ জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *