বাঁকুড়া রবীন্দ্রভবনে জেলা প্রশাসনের চেক প্রদান অনুষ্ঠান
সাধন মন্ডল বাঁকুড়া:–বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে আজ বাঁকুড়া রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজো কমিটি গুলিকে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত অনুদান এর চেক তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা শাসক শিয়াদ এন , জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি,জেলা সভাধিপতি অনুসূয়া রায় সাংসদ অরূপ চক্রবর্তী, সহ বিশিষ্ট আধিকারিকবৃন্দ ও বিধায়কগণ। অনুষ্ঠানে
এ বছরের দুর্গা পুজোর গাইড ম্যাপ প্রকাশিত হলো আজ বাঁকুড়া রবীন্দ্রভবনে।
জেলায় ১০২৬ টি পুজো কমিটি এবারে পূজা অনুদান পাচ্ছে বলেই জেলা প্রশাসন সূত্রে জানা যায়।আজ রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে মোট ৪৭ টি পূজো কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায় । পুজোয় যাতে কোন রকম প্রকৃতকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। সাধারণ মানুষের উদ্দেশ্যে জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নিয়ম জানানো হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনরকম খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না, মোটরবাইক চালানোর সময় মোবাইলে কথা না বলা, সর্বদা হেলমেট ব্যবহার করা, মদ্যপ অবস্থায় মোটর বাইক ও গাড়ি না চালানো সহ ১৫ টি সতর্কবার্তা জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে।