শুভদীপ ঋজু মন্ডল,
নান্দনিক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা করোনা কালে অনলাইন সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছিল সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ শনিবার রায়পুর কমিউনিটি হলে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী সন্দ্বীপ মুখার্জী এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী তথা মহামায়া মন্দির নির্মাণ কমিটির সম্পাদক বীরেন্দ্র নাথ ঘোষ বিশিষ্ট শিক্ষক সমাজসেবী রাধামাধব মুখার্জি বিশিষ্ট তবলা বাদক রবি চৌধুরী রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ের বড়বাবু নির্মল তন্তুবায় নান্দনিক এর কর্ণধার অমিতাভ সেনগুপ্ত ও শ্রাবণী প্রধান ।অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক ও মানপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এদিনের অনুষ্ঠান সম্পর্কে প্রধান অতিথি সন্দ্বীপ মুখার্জী বলেন সঙ্গীত চর্চা সাথে সাথে ছাত্রছাত্রীরা যেন তাদের পড়াশোনার অবহেলা না করে। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন অমিতাভ সেন গুপ্ত ও সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী প্রধান।