বাংলাদেশের কবি কাজী নূরের সাফল্যের মুকুটে নতুন পালক
ইন্দো বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশের বিশিষ্ট কবি এবং সাংবাদিক কাজী নূরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দক্ষিণ দামোদর প্রেসক্লাব বর্ধমান এবং সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে পৃথক পৃথক আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।
দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলোচক, সঞ্চালক এবং দৈনিক ‘পুবের কলম’ পত্রিকার বর্ধমান জেলা প্রধান মোঃ শফিকুল ইসলাম দুলাল কাজী নূরের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাজী নূরের স্ত্রী রাফেজা খানম, সাংবাদিক সেখ সফি কামাল, সাংবাদিক কল্যাণ দত্ত, সাংবাদিক সুশান্ত বিশ্বাস প্রমুখ। এর আগে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ।
অপরদিকে সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে কাজী নূরকে ফুলের তোলা দিয়ে অভ্যর্থনা জানায় পরিচালনা পরিষদ। এর আগে কাজী নূর ট্রাস্ট কতৃপক্ষের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পরে সস্ত্রীক কাজী নূরকে সম্মাননা স্মারক এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে ট্রাস্ট নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, কাজী নূর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম সাহিত্য চর্চা কেন্দ্র ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ (বিএসপি) যশোর এর প্রকাশনা সম্পাদক এবং দুই বাংলার ‘সাহিত্য নিকেতন’ এর সহ- সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি ভারতীয় বিভিন্ন দৈনিক এবং টেলিভিশনের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।