বাংলাদেশের যশোর সীমান্তে নিহত বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ
কাজি নুর।। যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ‘বর্ডার সিকিউরিটি ফোর্স’ (বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) সদস্য মোহাম্মদ রইস উদ্দীনের মরদেহ যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ২৪ জানুয়ারি বুধবার সকাল ১১টায় শার্শা থানার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামার পাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তে মেইন পিলার ২৮ দিয়ে আনুষ্ঠানিক ভাবে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর- ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল হোসাইন আহম্মেদ জামিল ও ভারতের বিএসএফের ১০৭ ব্যাটালিয়ন পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ।
লেফটেন্যান্ট কর্ণেল হোসাইন আহম্মেদ জামিল জানান, নিহত বিজিবি সদস্য মোহাম্মদ রইস উদ্দীনের প্রথম জানাজা নামাজ যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টারে লাশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তার গ্রামের বাড়ি পরিবারের কাছে হস্থান্তর করা হয়। সহকর্মীর মরদেহ গ্রহণের সময় বিজিবির অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
উল্লেখ্য, ২২ জানুয়ারি সোমবার ভোররাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইস উদ্দীন এর মৃত্যু ঘটে । পরে বাংলাদেশ সীমান্ত থেকে তার মরদেহ টানতে টানতে ভারত সীমান্তে নিয়ে যায় । এ ঘটনায় বিভিন্ন পর্যায়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।