বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠবার্ষিকীতে গণসমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা।। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি কর্মীদের খুন, গুম, কারারুদ্ধ করে সরকারের ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিএনপির নেতৃত্বে সরকার পতনের যে এক দফার আন্দোলন চলছে সেই আন্দোলন বিএনপির একার নয়, সাথে দেশের সমগ্র জনগণ জড়িয়ে গেছে। তাই সময় থাকতে জনগণ চোখের ভাষা বুঝে তাদের দাবি প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। অন্যথায় জনগণ গণঅভূত্থানের মাধ্যমে আপনার পতন নিশ্চিত করে ছাড়বে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার যশোর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় যুগ্ম- সম্পাদক মনিরুল ইসলাম মনির, বিশেষ বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সিনিয়র সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সিনিয়র যুগ্ম-নসম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান প্রমুখ।