বাংলায় বেঁচে আছি
মৌ চক্রবর্তী (আন্দুলে, হাওড়া)
বাংলা আমার মাতৃভাষা
মাতৃদুগ্ধ সমান মিঠে,
বাংলার ঘরে পৌষপাব্বন
সরুচাকলি ,ভাপা পিঠে।
বাংলা আমার শীতের কাঁপন
মিষ্টি রোদ উষ্ণতা দেয়,
গ্রীষ্মকালেও তপ্ত রোদে
প্রশান্তি পাই গাছের ছায়ায়।
পেটের ক্ষিদে বাংলা আমার
একমুঠো ভাত, একটু নুন,
সেই অন্নেই ক্ষুধা মেটে
মন দোলা দেয় মিষ্টি ফাগুন।
বাংলা আমার ঘরের উঠান
জানলা দিয়ে আকাশ দেখি,
সেই আঙিনায় গৃহের বধূ
পায়ের তালে নাচায় ঢেঁকী।
ভায়ের কপালে বোনের ফোঁটা
বাংলা, স্নেহে ভরায় বুক
প্রতি মায়ের ভালোবাসায়
ভাসে বাংলা মায়ের মুখ।
বাংলা আমার আশৈশবের,
যৌবনেরই আবেগ খনি,
বয়স ভারে চালশে চোখে
আজও তবু হচ্ছি ঋণী।
নতুন যদি জন্ম থাকে
এই বাংলায় জন্ম নেবো,
এই জন্মের সমস্ত ঋণ
ভালোবাসায় মিটিয়ে দেবো।