বাংলা আকাদেমির সভাগৃহে গ্রন্থ প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

Spread the love

বাংলা আকাদেমির সভাগৃহে গ্রন্থ প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

রাজকুমার দাস

সম্প্রতি বাংলা আকাদেমির সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল গ্রন্থ প্রকাশ ও পুরস্কার প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি কবি সুবোধ সরকার, বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় ও কলামিস্ট সম্বরণ ব্যানার্জি, বিশিষ্ট সরোদবাদক পণ্ডিত দেবজ্যোতি বসু, বিশিষ্ট ফুটবলার কংসারি কয়াল প্রমুখ।
অনুষ্ঠানে তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। বিশিষ্ট ভ্রমণসাহিত্যিক নীলকন্ঠের ভারতের বিভিন্ন প্রান্তে ঘোরার অভিজ্ঞতালব্ধ কাহিনী ‘পথে পথে’, ড. কাজী মুজিবর রহমানের গবেষণা গ্রন্থ ‘বাংলা সমাজ ও সাহিত্যে ইসলাম চর্চা’ এবং অশোককুমার দাসের উপন্যাস ‘রাতের জোনাকি’ প্রকাশিত হয়। গ্রন্থগুলির মোড়ক উন্মোচন করেন কবি সুবোধ সরকার, সম্বরণ ব্যানার্জি, দেবজ্যোতি বসু প্রমুখ।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওইদিন কয়েকজনকে পুরস্কৃতও করা হয়। নিরন্তর ভ্রমণসাহিত্য চর্চার জন্য সাহিত্যিক নীলকন্ঠকে প্রদান করা হয় ‘কালকূট স্মৃতি পুরস্কার’। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সন্তোষ লাহা ‘বিদ্যাসাগর স্মারক সম্মান’ ও অধ্যাপক জাবেদ আলি পেলেন ‘এ.পি.জে আব্দুল কালাম স্মারক সম্মান’। কবি সুনিতা মিত্র ‘সুকান্ত ভট্টাচার্য স্মারক সম্মান’, ড. কাজী মুজিবর রহমান ‘রবীন্দ্র-স্মারক সম্মান’, বরিষ্ঠ প্রাবন্ধিক বাসুদেব মোশেল ‘রামমোহন স্মারক সম্মান’, বংশীবদন চট্টোপাধ্যায় ‘দেবদুলাল বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার’, ডাঃ ত্রিপর্ণা চট্টোপাধ্যায় ‘ডাঃ বিধানচন্দ্র রায় স্মারক সম্মান’, বিশিষ্ট গবেষক-প্রাবন্ধিক-লেখক অধ্যাপক ড. মনোজ মণ্ডল ‘মধুসূদন দত্ত স্মারক সম্মানে’ ভূষিত হলেন। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *