বাইশে শ্রাবণ উপলক্ষে বৃক্ষরোপণ, থ্যালাসেমিয়া স্ক্রিনিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সেখ সামসুদ্দিন, ৭ আগস্টঃ আজ বাইশে শ্রাবণ “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর উদ্যোগে এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং বাঁকুড়া নর্থ ডিভিশনাল ফরেস্ট অফিসের সহযোগিতায় বাঁকুড়া জেলার শালতোড়া গার্লস হাইস্কুলে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট এবং বৃক্ষরোপণ কর্মসূচী উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর সম্পাদক স্বপ্না বরাট, বিধান ব্যানার্জী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অমিতা চৌধুরী, সহ-প্রধান শিক্ষিকা সারিকা সাহু এবং অন্যান্য সহ-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। মোট একশো জন ছাত্রীর থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট সম্পন্ন হয় এবং অনুষ্ঠান শেষে তাদের প্রত্যেকের হাতে উপহার স্বরূপ একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। একশো জনেরও অধিক ছাত্রী থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টের জন্যে এগিয়ে এসেছিল কিন্তু সীমাবদ্ধতার কারণে একশো জনের বেশী ছাত্রীর স্ক্রিনিং টেস্ট করা সম্ভব হয়নি। এই পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট আরও একবার স্ক্রিনিং টেস্টের আয়োজন করা হবে বলে ছাত্রীদের আশ্বস্ত করেন। বৃক্ষরোপণ কর্মসূচীর অঙ্গ হিসেবে বিদ্যালয়ে অনেকগুলি বৃক্ষ রোপণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য প্রদর্শনের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানায়। এছাড়াও আজ শালতোড়ার ডাঃ বিধানচন্দ্র বিদ্যাপীঠেও ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে কিছু বৃক্ষ রোপন করা হয়।