ওয়াসিম বারি,
তথ্য সংস্কৃতি থেকে আগত বাউল শিল্পীদের সাথে নিয়ে বঙ্গধ্বনি যাত্রার প্রচারে নামলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিশ আলি।
আজ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের খলিসানী অঞ্চলে বাউল শিল্পীদের সাথে নিয়ে বহু তৃণমূল কর্মী ও নেতৃত্ব দের সাথে নিয়ে বঙ্গ ধ্বনির প্রচারে নামলেন বিধায়ক। বাড়ি বাড়ি থেকে মহিলারা বেরিয়ে এসে রিপোর্ট কার্ড সংগ্রহ করেন বিধায়ক ইদ্রিশ আলির হাত থেকে।
প্রবীণ থেকে নবীন সকলেই পা মেলান এই বঙ্গধনী পদযাত্রায়।বিধায়ক ইদ্রিশ আলি রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেবার সময় বোঝান যে আপনার উন্নয়ন এর কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সকলের কাছে আরো বেশি বেশি করে পৌঁছে দিন।ভারত বর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আজ টালির বাড়িতে থাকেন।ভারত বর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে টালির ঘরে থাকতে দেখা যাবে না।
বি জে পির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমালোচনা করে ইদ্রিশ আলি বলেন যে তিনি আমাদের মুখ্যমন্ত্রী সহ মহিলাদের ব্যাপারে যা উক্তি করছেন তা শুধু অন্যায় বা অসত্যই নয়,অপরাধ মূলক।বাংলার মহিলারা আজ নয় কাল অসভ্য বর্বর সমাজবিরোধী দিলীপ ঘোষ এর যোগ্য জবাব দেবে।
বিধায়ক ইদ্রিশ আলি ছাড়াও উপস্থিত ছিলেন খলিসানী অঞ্চলের সভাপতি গণেশ মন্ডল,বিরোধী দলনেত্রী তথা প্রাক্তন প্রধান বর্ণালী দেড়ে,রঘুদেবপুর অঞ্চলের উপ প্রধান জুবের আলম,খলিসানী অঞ্চলের যুব সভাপতি শেখ আসিফ রহমান,খলিসানী অঞ্চলের প্রাক্তন উপ প্রধান সেখ নাসিরউদ্দিন,পঞ্চায়েত সদস্য গণ দের মধ্যে উপস্থিত ছিলেন সেখ জিয়াউল,হাসানুজ্জামান(বাবু),সেখ দুলাল,সেখ রাজু,সেখ আনোয়ার,খলিসানী অঞ্চলের লড়াকু নেতৃত্ব গৌর মন্ডল,সিটু দাস,সুকুমার দোলুই,যুব নেতা শেখ জিসান আহমেদ,সেখ নাজিম,হাসিবুর খাঁন, রফিক মল্লিক,আবিদ হাসান,সেখ আকরাম সহ বহু মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্ব বৃন্দ।।