বাউল বাগানে সোসাইটির উদ্যোগ

Spread the love

কৃষ্ণপুর সুখোবিথিকা মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে বীরভূমের সাজিনা গ্রামের “বাউল বাগানে” গ্রামের বয়স্ক মহিলা ও বাচ্ছাদের হাতে কম্বল ,রিইউজেবল স্যানিটারী ন্যাপকিন , বিস্কুট , খাতা দেওয়া হল। উপস্থিত ছিলেন সুপ্রীতি ব্যানার্জী , পন্চায়েত প্রধান অপর্ণা মুখার্জী, রবীন্দ্র ভারতী সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সমাজসেবী শর্মিষ্ঠা মুখার্জী , সংস্থার সহ সভাপতি অপূর্ব ব্যানার্জী , অরবিন্দ মন্ডল ,বঙ্গ সাহু সমাজের কর্মসচিব বিজয় সাহু সহ বহু বিশিষ্ট জন।প্রায় তিন শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। বাচ্চারা আবৃত্তি গান ও নাচ পরিবেশন করেন॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *