সেখ সামসুদ্দিন
সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া ও বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদে বাঘনাপাড়া যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঘনাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অঞ্চল সভাপতি পরীক্ষিত ঘোষের নেতৃত্বে বাঘনাপাড়া রথতলাতে পথসভা করা হয় । উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ দাস, সুশীল দা, তারক নাথ, বাবর সেখ, জিয়াউল, রাহুল , বাপি, কার্তিক, সন্তু, হাসান, গুপিন, বাপ্পা, অসমারুল, আতাউল, কালো ভাই, গোপাল দা, শামীম সহ সকল নেতৃত্ব। এই সভায় কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়।