বাঘের আতঙ্কে আতঙ্কিত জঙ্গলমহলবাসী
। সাধন মন্ডল বাঁকুড়া:—–বাঘের আতঙ্ক ছাড়ছে না জঙ্গলমহলবাসীকে আজ বাঘের পায়ের ছাপ দেখা গেল সারেঙ্গার পর্যটন কেন্দ্র বড়দি পাহাড় সংলগ্ন মাঠে। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কয়েকদিন ধরে রায়পুর ও সারেঙ্গা ব্লক এলাকায় বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানান ।বড়দি দলমভিজা, কালাপাথর, পড়্যাশোল, বামুনডিহা, মৌকুডা ,নতুনডিহি প্রভাতী গ্রামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু লোহার বলেন আমরা এলাকার মানুষকে সতর্ক থাকতে বলেছি সতর্ক রয়েছেন পুলিশ প্রশাসন ও বনদপ্তর। স্থানীয় বাসিন্দা উষা মাহাত বলেন গতকাল রাত্রি আনুমানিক বারোটা সাড়ে বারোটা নাগাদ কুকুরের ডাকে ঘুম ভেঙ্গে যায় শুনতে পাই অনেকগুলো কুকুর খুব জোরে জোরে চেঁচাচ্ছে তখন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকি কেন এত কুকুর ডাকছে পরে আজকে সকালে উঠে জানতে পারি কোন এক অজানা জন্তু গ্রামে ঢুকেছিল বাঘ হতে পারে তাই কুকুরগুলো খুব ডাকছিল। খুব আতঙ্কে আছি কারণ আমরা সকাল হলেই আমাদের গবাদি পশু ও ছাগল চরাতে নিয়ে যাই বনের মধ্যে। পর্যটন কেন্দ্রে থাকা কর্মচারী যামিনী মাহাতো বলেন বাঘের কথা শুনে একটু আতঙ্কে রয়েছি। যদিও আমরা পাকা ঘরের মধ্যে থাকছি তাহলেও সন্ধ্যে হলেই ভয় লাগছে।। আমাদের কটেজ গুলোর পাশেই বড় জঙ্গল রয়েছে। তবে সতর্ক রয়েছেন বনদপ্তর ও সারেঙ্গা পুলিশ প্রশাসন।