বাড়িতে বাড়িতে গিয়ে মানুষজনকে দুয়ারে সরকারের ক্যাম্পে ডাকলেন জনপ্রতিনিধিরা
রফিকুল হাসান,
শাসন: সারা রাজ্যের সঙ্গে উত্তর চব্বিশ পরগণার বারাসাত দুই ব্লকে এলাকায়ও বসেছে দুয়ারে সরকার ক্যাম্প। শুক্রবার বারাসাত দুই ব্লকের কীর্তিপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার ক্যাম্প বসেছিল খড়িবাড়ির চৌমুহা হাই স্কুল ও বাদা সানবেরিয়া প্রাইমারি স্কুলে। এদিন দুই ক্যাম্পেই সময় মতো পৌঁছে গিয়েছিলেন সরকারী আধিকারিকরা। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল এসসি, এসটি ও সংখ্যালঘু অধ্যষিত বাদা সানবেরিয়া প্রাইমারি স্কুলে। সরকারী আধিকারিকরা সময় মতো টেবিলে টেবিলে বসে গেলেও দেখা মিলছিল না গ্রামবাসীদের। শেষে দুয়ারে সরকারের ক্যাম্পে এসে সরকারী পরিষেবা নেওয়ার জন্য মানুষজনকে ডাকতে বাড়িতে বাড়িতে গেলেন জনপ্রতিনিধিরা। এদিন বাদা গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে মানুষজনকে ডাকতে পৌঁছান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, কীর্তিপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র, সমাজকর্মী মাহমুদুল হাসান, ছাত্র নেতা বাবাই মুদি, প্রবীর পাত্র প্রমুখ।