বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ ও গুলি কান্ডের জেরে ধৃত- ৫ ,দুবরাজপুরে

Spread the love

বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ ও গুলি কান্ডের জেরে ধৃত- ৫ ,দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গত ১৩ ই মে বীরভূমের দুটি লোকসভা আসনে চতুর্থ পর্যায়ে ভোটগ্রহণ পর্ব একপ্রকার শান্তি শৃঙ্খলা ভাবে সম্পন্ন হয়। এরপর ৪ ই জুন ভোটের ফলাফল ঘোষিত হবার কথা। সেই মোতাবেক গননা পরবর্তীতে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এব্যাপারে জেলা পুলিশ প্রশাষন তৎপর। যার প্রেক্ষিতে জেলার বিভিন্ন থানার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সর্বদলীয় শান্তি কমিটির আলোচনা সভা। ঠিক সেই মুহুর্তে দুবরাজপুর থানা এলাকার একটি বাড়ির ছাদে ঘটে গেল বোমা বিস্ফোরণ। সেই সাথে চলল গুলি। এনিয়ে এলাকার মধ্যে অশান্তির বাতাবরণ। ঘটনাটি
দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর গ্রামে। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের বিবাদের জেরেই বোমা বিস্ফোরণ এবং গুলির কান্ড। জানা গিয়েছে, যশপুর পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুরের বাসিন্দা শেখ সেলিম ও শেখ আজম দুজনেই তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্রর অনুগামী ছিলেন সেখ আজম । ভোলানাথ মিত্র পদ হারাতেই আজমের ও ক্ষমতা সীজ হয়। বর্তমানে সেখ সেলিম হন তার স্থলাভিষিক্ত। আর সেই নিয়েই দীর্ঘদিন ধরে বিবাদ।ইতিমধ্যে বৃহস্পতিবার দুপুরবেলায় শেখ আজমের বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ ঘটে ।যার ফলে বাড়ির টিন উড়ে যায়। খবর পেয়ে আজমের দূর সম্পর্কের ভাই সিভিক ভলেন্টিয়ারের ডিআইবিতে কর্মরত শেখ রাজু ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করতেই তার ওপরে চড়াও হয় সেখ সেলিমের লোকজন। এর প্রেক্ষিতে দুই গোষ্ঠীর লোকজন বোমা গুলি নিয়ে মেতে ওঠে। গুলিতে আহত হয় শেখ সেলিম ঘনিষ্ট শেখ ওসমান। ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার, দুবরাজপুরের সিআই, এবং দুবরাজপুর, ইলামবাজার, সদাইপুর ও খয়রাশোল থানার ওসিদের নিয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়।শেখ আজম এবং সিভিক ভলেন্টিয়ার শেখ রাজুকে পুলিশ আটক করে। তাছাড়াও সেখ আজমের ঘর সিল করে দেয় পুলিশ। প্রসঙ্গত, এলাকায় কান পাতলেই শোনা যায় এক সময় এলাকার ত্রাস ছিল শেখ আজম। পরবর্তীতে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়লেও ভোলানাথ মিত্র অর্থাৎ দুবরাজপুরের প্রাক্তন ব্লক সভাপতি তার খুব ঘনিষ্ঠ ছিল এই আজম। কিন্তু বর্তমানে এলাকা নিজের দখলে আনতে মরিয়া হয় শেখ সেলিম। পাল্টা ক্ষমতা যেন সেলিমের হাতে না যায় সেই জন্যও মরিয়া হয় শেখ আজম। সেই প্রেক্ষিতে এই বিবাদ বলে স্থানীয়দের অভিমত।বোমা বিস্ফোরণের ঘটনায় তল্লাশি অভিযান চালিয়ে সেখ আজমের বাড়ির পেছনে একটি পরিত্যক্ত বাড়ির পাশের গলিতে প্লাস্টিকের বালতি ভর্ত্তি তাজা বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঐ প্লাস্টিকের বালতিতে প্রায় ১৫ টি তাজা বোমা রয়েছে। তাছাড়াও গ্রামের মধ্যে একটি জায়গা থেকে দুই রাউন্ড কার্তুজ সহ একটি সেভেন এম এম পিস্তল উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। আর কোথাও বোমা বা অস্ত্র মজুত রয়েছে কিনা সে বিষয়ে গ্রামের প্রতিটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে দুবরাজপুর থানা পুলিশের পক্ষ থেকে। বোমা বিস্ফোরণ ও গুলি কান্ডের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। শুক্রবার তাঁদের দুবরাজপুর আদালতে তোলা হয়। ধৃতরা সেখ আজম, সিভিক ভলান্টিয়ার সেখ রাজু, সেখ সিরাজুল, মীর বাজাই ও সেখ কাবুল। দুবরাজপুর আদালতের বিচারক ধৃত সেখ আজমকে জেল হেফাজত এবং তদন্তের স্বার্থে বাকী চারজনকে চার দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *