বাণিজ্যনগরীতে পেট্রোলের দাম সেঞ্চুরি পার
সোমনাথ ভট্টাচার্য,
মারণ ভাইরাস করোনা আবহে দেশের বাণিজ্যনগরী মুম্বাইয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে দিলো। গত এক বছরে পনেরো বার দাম উঠানামা করলো বলে জানা গেছে। আন্তজার্তিক বাজার অনুযায়ী জ্বালানি তেলের দাম বাড়ে কমে।তবে চলতি বছরে পেট্রোল – ডিজেলের দাম আকাশছোঁয়া। এর আগে রাজস্থানে শ্রীগঙ্গানগরে এবং মধ্যপ্রদেশের ভোপালে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছিল।এবার মুম্বাইয়ে সেঞ্চুরিতে পৌঁছে গেল।সাধারণত বড় শহর গুলিতে ৩০ পয়সা দাম বেড়েছে পেট্রোলের।সারাদেশে গড় হিসাবে ২৫ থেকে ২৮ পয়সা মূল্যবৃদ্ধি। আবার ডিজেলের দাম বেড়েছে ২৮ থেকে ৩০ পয়সা।মুম্বাইয়ে পেট্রোল এর দাম ১০০ টাকা ১৯ পয়সা।কলকাতয় পেট্রোল এর দাম ৯৩ টাকা ৯৭ পয়সা।কলকাতায় ডিজেলের দাম ৮৭ টাকা ৭৪ পয়সা। দিল্লিতে পেট্রোল এর দাম ৯৩ টাকা ৯৪ পয়সা।দিল্লিতে ডিজেলের দাম ৮৪ টাকা ৮৭ পয়সা। চেন্নাইয়ের পেট্রোল এর দাম ৯৫ টাকা ৫১ পয়সা, ডিজেলের দাম ৮৯ য়াকা ৬৫ পয়সা।চলতি মে মাসের থেকে আগামী জুন মাসে আরও দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের।কল কারখানা গুলিতে উৎপাদন অনেক কমে যাবে আকাশছোঁয়া জ্বালানিতেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার জন্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।