সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার ধাদকা গ্রাম পঞ্চায়েতের পোঁপো , ঘোলহুড়া , পাটকিতা শবর পাড়াতে চন্দননগরের মন্ডলবাগান মিলনী সংঘ নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবি হংসেশ্বর মাহাত, রঘুনাথ মাঝি মহাশয় ও সংগঠনের কর্মকর্তা গন।