(মনোজ কুমার মালিক পূর্ব) বর্ধমান ::ভাতাড়
বাড়িতে ঝগড়ার মাঝে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামুনাড়া গ্রামে।নিহত ব্যক্তির নাম বাপন মাজি(৪৫)। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে কালী মাজি (১৭) কে আটক করেছে।
বামুনাড়া গ্রামের বাবুপাড়ার বাসিন্দা বাপন মাজি পেশায় জনমজুর।ছেলে কালী রাজমিস্ত্রির কাজ করেন।এক মেয়ে পার্বতীর বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী চম্পাদেবী ও কালীকে নিয়ে বাড়িতে থাকতেন বাপন। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বাড়ির আবর্জনা পরিষ্কার করা নিয়ে বাপনের সঙ্গে তার স্ত্রী চম্পাদেবীর কথাকাটাকাটি শুরু হয়। তা থেকে দুজনের তুমুল ঝগড়া বাধে। প্রতিবেশীরা প্রথমদিকে ছাড়িয়ে দিয়ে আসেন। প্রতিবেশীরা জানান বাপন একটি বটি নিয়ে ছেলের দিকে তেড়ে আসে। তখন কালী একটি গাছের ডাল দিয়ে ওপর বাবার মাথায় আঘাত করে। বাপন মাজি লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।