বামশোর পূর্ব পাড়া মসজিদ কমিটির উদ্যোগে এক রাত্রিব্যাপী ধর্মীয় জলসা,
মঞ্চ থেকে শান্তির বার্তা দিলেন ইমাম সাহেবেরা।
পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বামশোর গ্রামের পূর্বপাড়া মসজিদ কমিটির উদ্যোগে এক রাত্রি ব্যাপি ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মৌলানা মমতাজ, কেতুগ্রাম মাদ্রাসা।
মৌলানা আবুজার ভাতার বাজার মসজিদের ইমাম,
বামশোড় পূর্ব পাড়ার ইমাম
হাফেজ আবু সাইদ।
ভাতার ব্লকের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন এই জলসায়।
জলসা শেষে সমস্ত মানুষের খাবারের আয়োজন করেছিল মসজিদ কর্তৃপক্ষ।
বামশোর পূর্বপাড়া মসজিদের ইমাম জানান,
শান্তির বার্তা দিতে এই জলসার আয়োজন করেছি আমরা।
পাশাপাশি ইসলাম ধর্মের মানুষকে ধর্মীয় আঙ্গিনায় আনতে এই জলসা।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
